জিয়াউর রহমান শ্যামনগর থেকেঃ সাতক্ষীরার শ্যামনগরে চঞ্চল কুমার মন্ডল (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা শ্রীফলকাটি গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামে পিযুষ কান্তি মন্ডলের ছেলে।
পারিবারিক সূত্রে জানাযায়, পরিবারের উপর অভিমান করে বিকালের দিকে সে সকলের অগোচরে বাড়ির পাশ্ববর্তী নিম গাছের সহিত গলায় রশি দিয়ে ঝুলে আত্মহত্যা করে। থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করেছেন।
শ্যামনগর থানার ওসি মোঃ হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য সাতক্ষীরা মর্মে লাশ প্রেরণ করা হয়েছে। এঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।