
আমজাদ হোসেন মিঠু, শ্যামনগর থেকে: শ্যামনগরে প্রতিনিয়ত আত্মহত্যার প্রবণতা বেড়েই চলেছে। গত ৫ দিনের ব্যবধানে গলায় ফাঁস লাগিয়ে একই ইউনিয়নে পৃথক পৃথক ঘটনায় ৪ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। আত্মহত্যাকারীরা সকলেই উঠতি বয়সের তরুণ-তরুণী। উপজেলার আটুলিয়া ইউনিয়নে আবারও গালায় ফাঁসি দিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে গাইনের সিল গ্রামের শামসুর শেখের ছেলে আব্দুর রহমান (২২) নিজ বাড়িতে নেট দঁড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
প্রতিবেশী শেখ হাফিজ বলেন, রহমানের মা তার বাবাকে ডিভোর্স দিয়ে একই গ্রামের আর এক জনকে বিয়ে করে। সৎ বাবা ও মায়ের সাথে রহমানের প্রায়ই ঝগড়া হতো। ঘটনার আগের দিনও প্রচন্ড ঝগড়া হয়েছিলো। ঘটনার দিন সকালে আবারও ঝগড়া হয়। তিনি আরো বলেন, আমি সহ এলাকার অন্যান্য লোকজন এসে তাকে মৃত অবস্থায় দেখেছি।
আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবুর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি বিষয়টি শুনেছি কিন্তু এখনও ঘটনা স্থলে যাইনি। তার ইউনিয়নে কয়েক দিনের ব্যবধানে ৪ জনের আত্মহত্যার ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা তদন্ত করেছি কিন্তু কোন ক্লু পাইনি। যারা আত্মহত্যা করেছে তাদের পরিবার ও আশেপাশের লোকজনের নিকট শুনেছি তাদের মাথায় হালকা সমস্যা ছিলো। আমার ইউনিয়ন বাসিকে বলবো কারো কোন সমস্যা থাকলে আমাকে বলেন আমি সমাধান করার যথাসাধ্য চেষ্টা করবো। উল্লেখ্য, আটুলিয়া ইউনিয়নে কয়দিনের ব্যাবধানে পৃথকভাবে ঘটনায় এটি নিয়ে ৩ যুবক ও ১ মহিলা আত্মহত্যা করে। কয়েক দিনের ব্যবধানে আবারও আত্মহত্যার ঘটনায় এলাবাসির মধ্যে আতঙ্ক বিরাজ করেছে।