শ্যামনগর প্রতিবেদক: বেসরকারি সংস্থা ওয়াটার এইড এর সহযোগীতায় রুপান্তরের বাস্তবায়নে শ্যামনগরে ১২টি মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও রিসোর্স শিক্ষকদের নিয়ে মাসিক চলাকালীন কুসংস্কার দূর করা ও স্বাস্থ্য বিধি মেনে চলা বিষয়ে “ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ইডেন ফর ডিউটি বিয়ারার ওয়ান স্কুল ওয়াশ” প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। ২১ জানুয়ারী সকাল সাড়ে ১০ টায় শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাবে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুপান্তরের প্রকল্প ব্যবস্থাপক তসলিম আহম্মেদ টংকার। প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক একাডেমি সুপার ভাইজার মিনা হাবিবুর রহমান। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাইজিন ফ্যাসিলিটেটর শাহিনুর ইসলাম। অনুষ্ঠানে রুপান্তর প্রতিনিধিদ্বয় প্রতিষ্ঠানের ওয়াশ ব্লক বিষয়ে এবং ও.এম সম্পর্কে বিস্তারিত নির্দেশনা প্রদান করেন। উপস্থিত প্রধান শিক্ষকগণ বলেন- আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে রুপান্তরের সকল কার্যক্রমের অগ্রগতির লক্ষ্যে কাজ করবো। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রুপান্তরের মনিটর অফিসার সাদিয়া সুলতানা।
পূর্ববর্তী পোস্ট