দীপক মিস্ত্রী, শ্যামনগর থেকে: শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে ইব্রাহিম (২০) নামে এক যুবককে পথরোধ করে বেধড়ক মারপিট করার ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকাল ৪ টায় ইব্রাহিম ঈশ্বরীপর থেকে সোনারমোড় বাজারে মামার দোকানে যাওয়ার সময় পূর্ব শত্রুতার জের ধরে ঈশ্বরীপুর গ্রামের আব্দুস সাত্তারের পুত্র আবু মুসা (৩৬) ও আবু সাঈদ (৩২) ইব্রাহিমকে পথরোধ করে বাশের লাঠি ও শাবল দিয়ে বেদম মারপিট করে। ইব্রাহিমের আর্ত চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে শ্যামনগর সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ইব্রাহিমের পিতা মো: ঈসমাইল হোসেন শ্যামনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে এ প্রতিবেদককে জানান।