প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৫, ১২:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০১৯, ৫:৫০ অপরাহ্ণ
শ্যামনগরে মাইক্রো ও প্রাইভেট চালক সমিতির মানববন্ধন
মোঃ আমজাদ হোসেন মিঠু,শ্যামনগরঃ শ্যামনগর উপজেলার মাইক্রো ও প্রাইভেট চালক সমিতির চালকরা শুক্রবার সকাল ১০ টায় শ্যামনগর মাইক্রো স্ট্যান্ডে মানববন্ধন করেছে।উক্ত মানববন্ধন থেকে মাইক্রো চালক সমিতির নেতা কর্মীরা বলেন,সাতক্ষীরা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি সাইফুল কবীর সাবু কর্তৃক দায়িত্বপ্রাপ্ত শহিদুল ইসলাম কালু ও তার বাহিনীর ৫/৭ জন সদস্য বিগত পাঁচ রমজান থেকে এ পর্যন্ত আমরা শ্যামনগর থেকে মাইক্রো প্রাইভেটকার নিয়ে সাতক্ষীরায় গেলে তারা প্রকাশ্যে মহাসড়ক অবরোধ করে গাড়ির গতিরোধ করে। তারপর ড্রাইভারকে জোরপূর্বক নামিয়ে তাদের নিজেদের ড্রাইভার দিয়ে গাড়ি বাস টার্মিনালে নিয়ে যায়। সেখানে ড্রাইভারদের মারপিঠ ও বিভিন্নভাবে শারিরীক নির্যাতন করে এবং মাইক্রো, প্রাইভেটের চারটি চাকার হাওয়া খুলে দিয়ে অচল করে দেয়। এরপর তাদেরকে বাথরুমের মধ্যে নিয়ে বন্দী করে রাখে। একরাত ও ১দিন রেখে তাদের নিকট থেকে যার কাছে যা পাচ্ছে তা নিয়ে ছেড়ে দিচ্ছে। তারা আরও বলেন, আমরা সবাই অতি গরীব মানুষ। সন্তানদের আহার যোগাতে মহাজনদের নিকট থেকে সুদে টাকা ও বিভিন্ন এনজিও থেকে ঋণ করে গাড়ি গুলো কিনেছি। গাড়িগুলো সাতক্ষীরা মালিক সমিতি কর্তৃক চলাচলে বাঁধা দেওয়ায় কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে এখন পালিয়ে বেড়াচ্ছি। বর্তমানে আমরা সর্বস্ব শেষ করে ঝুঁকি পূর্ন রাস্তায় জীবনকে বাজী রেখে মাইক্রো ও প্রাইভেট চালাচ্ছি। উক্ত মানববন্ধন থেকে তারা আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে এ সমস্যার সমাধান না হলে সাতক্ষীরা থেকে আগত কোন গেটলক এই রোড়ে চলতে দেওয়া হবে না।
এ সময় তারা কথিত শহিদুল ইসলাম কালু বাহিনীর সীমাহীন অত্যাচার থেকে রক্ষা পেতে সাতক্ষীরা জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.