
নিজস্ব প্রতিবেদক, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৭নং মুন্সীগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর গ্রামের মোমিন বাহিনীর হামলায় এক মহিলা সহ দুইজন মারাত্মক আহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল দশ টার সময় মৎস্য ঘেরের পানি নিয়ে বিরোধকে কেন্দ্র করে যতীন্দ্রনগর গ্রামের মোঃ হাকিম গাজীর পুএ মোঃ মোমিন গাজী (৩৮) মোঃ মোস্তফা গাজীর পুএ আশিক গাজী(২৫)সহ তার বাহিনী নিয়ে দেশীয় দা কুড়াল শাবল নিয়ে মৃত জলিল মোড়লের পুএ মোঃকরিম মোড়লের(৪৫) মৎস্য ঘেরে পানির পথে বাধাঁ দিলে কথা কাটা কাটির এক পর্যায়ে চরম আকারে মারামারির সৃষ্টি হয়।
মারামারির এক পর্যায়ে মৃত্য জলিল মোড়লের পুএ মোঃ করিম মোড়ল(৪৫)কে দা দিয়ে নাকের উপরে এলোপাথাড়ি কোপালে সে মারাত্মক ভাবে আহত হয় এবং করিম মোড়লের স্ত্রী তাহমিনা বেগম কে তার ঘেরের বাসায় আটক করে মারধর সহ বিভিন্ন ভাবে হেনস্তা করে। তারপর করিম মোড়লের ডাক চিৎকারে এলাকাবাসী ঘটনা স্থলে এসে মোমিন বাহিনীর হাত থেকে তাদের কে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য তাদের পাঠানো হয়েছে বলে জানা গেছে।
শ্যামনগর থানার ভারপাপ্ত কর্মকর্তার মোঃ ওয়াহেদ মুরর্শেদের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি এই প্রতিবেদক কে বলেন, করিম মোড়লকে থানায় আনা হয়েছিল প্রাথমিক ভাবে তাকে দেখা হয়েছে। তবে তার অবস্থা আশংকাজনক হওয়ার কারনে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করা হয়েছে। তবে কেউ এখনো করেনি। অভিযোগ দিলে আমরা মামলা রেকর্ড করবো বলে তিনি জানান।