
মোঃ আমজাদ হোসেন মিঠু, শ্যামনগরঃ সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন মুন্সিগঞ্জ ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মন্দিরের সম্পত্তি ডিসিআর নেওয়ার চেষ্টা করছে এক শ্রেণীর স্বার্থন্বেষী মহল।এলাকাবাসী সূত্রে জানাযায়, মুন্সিগঞ্জ জেলেখালীর রাণীর গ্যারেজের কালি মন্দিরের জায়গা দীর্ঘদিন ধরে জনৈক জিন্দেগি কাগজি, আহমদ আলী কাগজি ও তার ভাইয়ের ছেলে আলমগীর কাগজি হিন্দু সম্প্রদায়ের মন্দিরের জমি ডিসিআর নেয়ার পাঁয়তারা চালায়। উক্ত মহল এডিসি রেভিনিউ থেকে এক আদেশ প্রাপ্তি হয়। আদেশে উল্লেখ থাকে যে, পরবর্তীতে ডিসিআর কর্তনের সময় সংশ্লিষ্ট তহশীলদার সরেজমিনে তদন্ত পূর্বক ডিসিআর প্রদান করবেন। ।কিন্তু পরবর্তীতে ডিসিআর প্রদানের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত ছাড়াই ডিসিআর দেয় বলে জানা যায়। এমতাবস্থায় মন্দির কর্তৃপক্ষ ন্যায় বিচারের দাবীতে শ্যামনগর উপজেলায় মানববন্ধন সহ ঢাকা আপিল বোর্ডে আবেদন জানালে আফিল বোর্ড উক্ত জমির সমস্ত কার্যক্রম স্থগিত করে দেয়। বর্তমানে জিন্দেগি কাগজি গংরা জায়গাটি ডিসিআর নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় অর্থের বিনিময়ে তদবীর চালিয়ে যাচ্ছে জানা যায়।এমতাবস্থায় জায়গাটি ভূমি দখলদারদের হাত থেকে রক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে মন্দির কর্তৃপক্ষ।