জামিনুর রহমান শ্যামনগর থেকে: শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের কুলতলী (রামচন্দ্রপুর)গ্রামের রুহল আমিন মোল্যার স্ত্রী মোছাঃ হামিদা খাতুন সন্ত্রাসী মনিরুল বাহিনীর অত্যাচার নির্যাতন থেকে রক্ষা পেতে ২৩ আগষ্ট বিকাল ৫ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
তিনি লিখিত বক্তেব্যে বলেন, আমি মোছাঃ হামিদ খাতুন ( ৪৫ ) আমার বাড়ীর নদীর চর যাহাতে না ভেঙ্গে যায় সে কারনে অনেক গুলি গাছের চারা রোপন করি। কিন্তু সরকারী জায়গা দখলকারী সন্ত্রাসী মনিরুল বাহিনীর সদস্যদেরা আমার লাগানো চারা গুলি ভেঙ্গে নষ্ট করে দেয়। বাহিনীর সদস্যরা হলো কুলতলী (রামন্দ্রপুর) গ্রামের আবুল মোল্যার ছেলে মনিরুল ইসলাম, রবিউল ইসলাম, আনারুল ইসলাম, সাত্তার মোল্যার ছেলে আলমগীর মোল্যা, ফারুক হোসেন মোল্যা, জাহাঙ্গীর আলম মোল্যা সহ আরো আনেকে আমার একই এলাকায় বসবাস করায় গত ২২আগষ্ট সন্ত্রাসী মনিরুল তার বাহিনী নিয়ে আমার লাগানো চারাগুলি কেটে ফেলতে থাকে, এ সময় আমি বাধা দিলে সকলে আমার উপর চরমভাবে ক্ষেপে যায়।
আলমগীর মোল্যার হুকুমে তাদের হাতে থাকা ধারালো দা, লোহার রড়, লাঠি দিয়ে আমার ঘরের মধ্যে হতে টেনে হেচড়ে বাহির করে এলাপাতাড়ীভাবে মারপিট করে। আমার শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম করে এবং আমার আসবাবপত্র ভাংচুর করে প্রায় ২ লক্ষ ৮০ হাজার টাকার মত ক্ষয়ক্ষতি করে।স্থানীয় লোকজন আমাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে চিকিৎসাধীন আছি।আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। মনিরুল বাহিনীর অত্যাচার ও নির্যাতন থেকে রক্ষা পেতে এ সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ঠ উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।