নিজস্ব প্রতিবেদক, শ্যামনগর: সারাদেশে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১০ জুন) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মসজিদগুলোর উদ্বোধন করেন তিনি। তারি ধারাবাহিকতায় সোমবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলায় মডেল মসজিদ উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। এসময় তিনি বলেন, ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে এ মসজিদটি নির্মিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন কাউছার মোঃ আব্দুল ওয়াহিদ, উপ-বিভাগীয় প্রকৌশলী,গণপূর্ত বিভাগ,সাতক্ষীরা। খালেদা আইয়ুব ডলি, ভাইস চেয়ারম্যান, জি,এম,শোকর আলী ইউপি চেয়ারম্যান, শাহিন আলম, প্রকৌশলী সহ সাংবাদিক বৃন্দ। দোয়া মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মুফতি আব্দুল খালেক, খতিব উপজেলা পরিষদ জামে মসজিদ,শ্যামনগর।