
শ্যামনগর ব্যুরো: শ্যামনগরে মুন্সীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকার শ্যামনগর ব্যুরো প্রধান ও খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমি পত্রিকার শ্যামনগর প্রতিনিধি সিরাজুল ইসলামের ছবি ও নাম ব্যবহার করে কে বা কারা ভূয়া ফেসবুক ব্যবহার করছে। উক্ত ভূয়া ফেসবুকে অশ্লিল ছবি ও অবান্তর ভাষা নিয়মিত পোষ্ট করছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর সাংবাদিক সিরাজুল ইসলাম শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়রী করে। জিডি নং-১৩৫, তারিখ-০৩/১১/২০১৯ ইং। সাধারণ ডায়রীর বিষয়টি নিশ্চিত করে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আলহাজ্জ নাজমুল হুদা বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে, প্রমান হলেই আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।