
নিজস্ব প্রতিবেদক, শ্যামনগর: শ্যামনগরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাইক্লোন সেল্টার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বি কে মাধ্যমিক বিদ্যালয় বহুমুখী সাইক্লোন সেল্টারের শুভ উদ্বোধন করেন তিনি। সিডরের পর থেকেই সরকার ঘূর্ণিঝড় থেকে বাঁচাতে জনগণের জন্যে মহাপরিকল্পনার উদ্যোগ হাতে নেয়। আর তারই সঠিক বাস্তবায়ন বি কে মাধ্যমিক বিদ্যালয় সাইক্লোন সেন্টার স্থাপন। এ সময়ে শ্যামনগর প্রান্তে প্রধানমন্ত্রীর নাম ফলক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। তিনি এসময় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী,বঙ্গবন্ধু কন্যা,জননেত্রী শেখ হাসিনা কতৃক দেশের বিভিন্ন স্থানে ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের উদ্বোধনের অংশ হিসাবে বাংলাদেশ সর্ব দক্ষিনের দেশের বৃহৎ শ্যামনগর উপজেলার দ্বীপ অঞ্চল পদ্মপুকুর ইউনিয়নের বি.কে.মাধ্যমিক বিদ্যালয় বহুমুখি ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্রর শুভ উদ্বোধন।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের এর ভাইস চেয়ারম্যান সাঈদ- উজ- জামান সাঈদ,ও পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান এড. আতাউর রহমান, ইউনিয়ন আওয়মী লীগের সাধারণ সম্পাদক মো নজরুল ইসলাম, ইউনিয়ন পরিষদ এর সদস্যবৃন্দ, বি কে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে এলাকায় সকাল থেকেই সাজ সাজ উৎসবে পরিণত হয়। কয়েক শতাধিক মানুষ মিলিত হয় সাইক্লোন সেন্টারের উদ্বোধন দেখতে।