শ্যামনগর প্রতিবেদক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাতক্ষীরার শ্যামনগরে আগমনকে কেন্দ্র করে নিরাপত্তার চাঁদরে ঢাকা হয়েছে গোটা সাতক্ষীরা। আগামী ২৭ মার্চ তিনি হিন্দু সম্প্রদায়ের দেবীর ৫১ শক্তিপীঠের মধ্যে অন্যতম পবিত্র একটি শক্তিশালী হিসাবে পরিচিত সাতক্ষীরা সুন্দরবন সংলগ্ন শ্যামনগরের ঈশ্বরীপুর যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শন করবেন। তার আগমনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। জোরদার করা হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল। এমন অবস্থায় শান্ত পরিবেশকে অস্থিতিশীল করার লক্ষে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উস্কানিমূলক পোস্ট করেছেন এক যুবক। Md Abdur Rahim Akash নামের ফেসবুক আইডি থেকে ২৪ মার্চ আনুমানিক রাত ৯ টার দিকে বিতর্কিত উস্কানিমূলক পোস্ট করেন শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের রমজাননগর গাজী বাড়ির আনছার গাজীর ছেলে আব্দুর রহিম আকাশ (২৭)। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে নিয়ে উস্কানিমূলক পোস্ট করায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে ঐ যুবক তার আইডি থেকে বিতর্কিত পোস্টটি মুছে ফেলেন।
এ বিষয়ে শ্যামনগর থানার ওসি ( তদন্ত) কাজী শহীদুল্লাহ বলেন, বিষয়টি আমার জানা নেই। যদি কেউ এ ধরনের উস্কানিমূলক পোস্ট করে থাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে। এ ব্যাপারে ঐ যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন এলাকাবাসী।