জিয়াউর রহমান, শ্যামনগর: শ্যামনগরে ভারতীয় ঔষধ পাচারকালে দুই ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত ১২টার দিকে থানা পুলিশের উপ-পরিদর্শক আরিফুর রহমান উপজেলার ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনে থেকে ঔষধ সহ ওই দুই ব্যক্তিকে আটক করে। এসময় তাদের কাছ থেকে আড়াই লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় ঔষধ জব্দ করে পুলিশ দল। আটককৃত দুই ব্যক্তি হলেন- পশ্চিম কৈখালী গ্রামের খলিল মল্লিকের ছেলে আলামিন মল্লিক ও মানিকপুর গ্রামের মৃত নওশের মোল্যার ছেলে হাফিজুর মোল্যা। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুই পাচারকারী কৌশলে পালিয়ে যায়। শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক দুই ব্যক্তিকে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।