
জামিনুর রহমান, শ্যামনগর: শ্যামনগর উপজেলার পশ্চিম আটুলিয়া গ্রামের নূর মোহাম্মদ আলী গাজীর ছেলে আকবর হোসেন নামের এক ব্যবসায়ী কে নিয়ে ফেসবুকে ভুয়া মিথ্যা বানোয়াট এবং বিভ্রান্তিকর তথ্য ও ছবি পোস্ট দেওয়ায় তার প্রতিকার চেয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী আকবর হোসেন গত ৮ এপ্রিল শ্যামনগর থানায় হাজির হয়ে ৩৮২ নম্বর সাধারণ ডায়েরি করেন।
সাধারণ ডায়েরি তে তিনি উল্লেখ করেন, আমি একজন ব্যবসায়ী এবং এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের সাথে জড়িত আছি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের তিনটা আইডি থেকে আমাকে ও আমার প্রতিবেশীদের ছবি ও বিভিন্ন কুরুচিপূর্ণ তথ্য দিয়ে সমাজের চোখে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে অশ্লীল ভাষায় বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ পোস্ট দিচ্ছে। যার ফলে আমি উপরোক্ত তিনটি ফেসবুক আইডির বিরুদ্ধে প্রতিকার চেয়ে শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করেছি।