
আব্রাহাম লিংকন, শ্যামনগর থেকে: মানুষ সব সময় অপরকে সহযোগিতা করতে চায়। এটি মানুষের সহজাত প্রবৃত্তি। তবে একা সহযোগিতা করার চেয়ে কয়েকজন সমমনা ব্যক্তি একত্রিত হয়ে যখন কোনো কাজ করে তখন তা অতি সহজ হয়ে যায়। সাম্প্রতিক সময়ে মহামারী করোনা ভাইরাসের থাবায় সারা বিশ্ব যখন আক্রান্ত, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যখন ব্যাহত হচ্ছে, তখন মানবতার সেবায় বিশ্বব্যাপী উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন স্বেচ্ছাসেবকরা। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।
করোনা ভাইরাসে প্রতিনিয়ত অক্সিজেনের অভাবে মানুষের চারিদিকে মৃত্যুতে শ্যামনগরের কিছু যুবক এই পরিস্থিতি দেখে অনলাইনের মাধ্যমে অক্সিজেন সেবা দেওয়ার পেইজ খুলে ফ্রী সেবা দিয়ে যাচ্ছে ।
করোনা মহামারিতে যখন কাবু দেশ, সংক্রমণের শুরু থেকে দেশে অক্সিজেন সংকট যখন চরমে ঠিক তখনি ‘ শ্যামনগর অনলাইন অক্সিজেন ব্যাংকের সদস্যরা ফ্রী অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছে করোনা আক্রান্ত মানুষের ঘরে ঘরে। মহামারী করোনা সঙ্কট থেকে সাধারণ জনগণকে রক্ষা করতে সম্পূর্ণ বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে তারা।
করোনা সংক্রমিত রোগীদের শ্বাসকষ্ট একটি বড় সমস্যা। এ সমস্যা থেকে সাধারণ জনগণকে রক্ষা করতে সম্পূর্ণ বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বাড়িতে বাড়িতে পৌছে দিচ্ছে সংগঠনের মানবতার সেবায় জীবন উৎসর্গ করে নেমে পড়া স্বেচ্ছাসেবকরা। দিন কিংবা রাতে ০১৭১১-৩৬৩৩৪১ নম্বরে একটি ফোন দিলেই শ্যামনগর উপজেলার যেকোনো এলাকায় রোগীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। গভীর রাতেও অক্সিজেন নিয়ে রোগীর বাড়িতে যান স্বেচ্ছাসেবকরা। ফোন করার সঙ্গে সঙ্গে বিনামূল্যে অক্সিজেন পান রোগীরা।
শ্যামনগর অনলাইন অক্সিজেন ব্যাংকের এডিমন শেখ মফিজুর রহমান বলেন, মানবতার সেবায় সিডিও অক্সিজেন সহায়তা কেন্দ্র, বিনামূল্যে মানবসেবা করে মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে এগিয়ে যাবে। এসময় যারা অক্সিজেন সহযোগিতা দিয়েছেন এবং যারা স্বেচ্ছাশ্রম দিয়ে সহযোগিতা করছেন উভয়ের জন্য দোয়া ও আশির্বাদ কামনা করেন তিনি।
বাংলাদেশের বৃহত্তম উপজেলা শ্যামনগর থানায় যখন করোনা রোগী বৃদ্ধি পাচ্ছিল তখন ফ্রি অক্সিজেন সেবা দেওয়ার জন্য ১৫ মে দুইটা অক্সিজেন সিলিন্ডার নিয়ে শ্যামনগরে সর্বপ্রথম অক্সিজেন ব্যাংক প্রতিষ্ঠা করেন শেখ মফিজুর রহমানের নেতৃত্বে ফ্রি অনলাইন অক্সিজেন ব্যাংক নামক সংগঠনের রাত দিন শ্বাসকষ্ট ও করোনা রোগীর সেবা দিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবী লিটন, মস্তফা জাহান, নুরুদ্দিন, সোহেল রানা, সাইফুল গাজি, আনিস গাজি, হাসানুর, মেহেদী হাসান, রবিউল ইসলাম, ইব্রাহিম, সহারাব হোসেন, হাসান, শাহিন, শাহিনুর রহমান, রিজভী, সবুজ, শামিম, মামুন প্রমূখরা।
জরুরী অক্সিজেন প্রয়োজন হলে তাদের হট লাইন নাম্বার ০১৭১১-৩৬৩৩৪১ কল দিলে রোগী পাচ্ছে ফ্রী অক্সিজেন সেবা তাদের জীবনের ঝুঁকি নিয়ে এই স্বেচ্ছাসেবী কাজে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবান দেশ ও প্রবাসী ভাইয়েরা অক্সিজেন সিলিন্ডার ও আর্থিক সহযোগিতা দিয়ে পাশে দাঁড়িয়েছে । তাদের সেবা আরো বৃদ্ধি করার জন্য আরও অক্সিজেন সিলিন্ডার প্রয়োজন তারা জানাইছে। সমাজের বিত্তবান দেশ ও প্রবাসী ভাইদের এগিয়ে আসার জন্য তারা আহ্বান জানিয়েছে।