দীপক মিস্ত্রী, বুড়িগোয়ালিনী প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে স্বল্প আয়ের অভিভাবকদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থা ভাব বাংলাদেশের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে ও মাক্স পরিধান করে বুধবার আজ বেলা ১২টায় তপোবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০ জন স্বল্প আয়ের অভিভাবকের মাঝে নগদ ১ হাজার ৫শ’ টাকা করে মোট ৩০ হাজার টাকা বিতরণ করা হয়।
নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার মীনা হাবিবুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম রঞ্জন বিশ্বাস। অর্থ বিতরণে সার্বিক সহযোগিতা করেনভাব অ্যাম্বেসেডর আবু ইসাক হুসাইন, আলী রেজা রিপন, হেলাল হোসেন ।
এ সময় অভিভাবকদের করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার বিষয়ে সচেতন করেন করোনা ভাইরাসের বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ভাব বাংলাদেশের অ্যাম্বেসেডর আব্দুল আলিম।