
শ্যামনগর সংবাদদাতা: “শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব ” এ প্রতিপাদ্য কে সামনে রেখে শ্যামনগরে বিশ্ব সমাজকর্ম দিবস-২০২২ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আকতার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর থানার ওসি (তদন্ত) সানোয়ার হোসাইন মাছুম, সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার কান্তি মজুমদার, কৃষি কর্মকর্তা মোঃ এনামুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তরিকুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে উপজেলা সমাজ সেবা কর্যালয় কর্তৃক ক্যান্সার,কিডনি,লিভার সিরোসিস,স্টোকে প্যারালইস,জন্মগত হৃদরোগ,থেলাসিমিয়া রোগিদের মাঝে অনুদানের চেক বিতারণ করা হয়। অনুষ্ঠিত টি সঞ্চালনা করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফুল জামান।