
আব্রাহাম লিংকন: শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা সাড়ে এগারোটায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে ২০০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ১ কেজি করে সরিষা বীজ, ২ কেজি ভুট্টা বীজ, ২০ কেজি গম বীজ, ৪ কেজি খেসারি বীজ, ১ কেজি সূর্যমুখী বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার বিনামূল্যে বিতরণের উদ্বোধন করেন সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হুদার সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি.এম আকবর কবীর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা কৃষকলীগ সভাপতি মঞ্জুর এলাহী খোকন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকসহ উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।