প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৫, ২:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০১৯, ১১:৩৭ অপরাহ্ণ
শ্যামনগরে বিদ্যুৎ বিপর্যয়, ভোগান্তি চরমে
মোঃ আমজাদ হোসেন মিঠু, শ্যামনগরঃ ঘূর্ণিঝড় বুলবুল আঘাত হানার পর তিন দিন পেরিয়ে গেলেও, এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন শ্যামনগরের অধিকাংশ এলাকা। আর এতে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে ক্ষতিগ্রস্থ এলাকার মানুষকে। গত শনিবার মধ্যরাতে শ্যামনগরের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে বিদ্যুৎ লাইনের ওপর গাছ উপড়ে উপজেলা প্রায় প্রতিটি ইউনিয়নে বিদ্যুৎ ব্যবস্থা মারাত্মকভাবে বিপর্যস্ত হয়। ঘূর্ণিঝড় বুলবুল শুরুর আগেই শুক্রবার থেকেই শ্যামনগরের সকল এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। এতে, মোবাইল নেটওয়ার্ক বিপর্যস্ত হওয়াসহ যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। এ সুযোগে অনেকেই বিভিন্ন এলাকায় জেনারেটরের মাধ্যমে ১৫/২০ টাকায় মোবাইলে চার্জ ও ভ্রাম্যমান ভ্যানযোগে বাড়িতে যেয়ে ২৫০ টাকা ঘন্টা চুক্তিতে ফ্রিজে চার্জ দেয়ার ব্যবস্থা করেন। টাকার বিনিময়ে সেখান থেকে মোবাইল ও ফ্রিজে চার্জ দিচ্ছেন সাধারণ মানুষ। তবে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ইজিবাইক ও মটর চালিত ভ্যান চালকরা। বিগত সোমবার রাত থেকে শ্যামনগর সদরের কিছু কিছু জায়গায় কতৃপক্ষ বিদ্যুৎ সংযোগ চালু করলেও এখনো শ্যামনগরের সদর কেন্দ্রিক অধিকাংশ ওয়ার্ড ও বিভিন্ন ইউনিয়ন রয়েছে অন্ধকারছন্ন। কতদিনে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হবে এ নিয়ে শঙ্কায় রয়েছেন শ্যামনগরের ভূক্তভোগী এলাকাবাসী। ঘূর্ণিঝড় বুলবুলে আঘাতে বেশকিছু বিদ্যুতের খুঁটি ভেঙে ও উপড়ে পড়ে। এছাড়া গাছ পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে বিদ্যুতের লাইন। তবে, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হওয়ার আশা করছেন বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টরা।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.