নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিদ্যুতের মেইন লাইনের তার ছিড়ে গায়ে পড়ে আব্দুর রহমান (১০) নামে একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (০৯ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার চুনা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান ওই এলাকার গফুর গাজীর ছেলে। গফুর গাজী জানান, তাদের বাড়ির পাশ দিয়েই বিদ্যুতের মেইন লাইন গেছে। সকালে রহমান বাড়ির উঠানে খেলছিল। তখন মেইন লাইনের তার ছিড়ে রহমানের গায়ে পড়ে। এতে তার পিঠের বিভিন্ন অংশ পুড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আটুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু সালেহ বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।