প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৫, ১:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০১৯, ১১:২৬ অপরাহ্ণ
শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
মোঃ আমজাদ হোসেন মিঠু, শ্যামনগরঃ শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ জহুরুল হায়দার বাবুর আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা কর্তৃক ১৯৮৭ সালের ১০ই নভেম্বর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ও গণতন্ত্রের মুক্তির দাবিতে নিহত আওয়ামী যুবলীগ কর্মী শহীদ নূর হোসেন কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার বিকেল ৫ টায় শ্যামনগর ইউনিয়ন পরিষদ থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে শেখ রাসেল স্কয়াডে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পি পি ও সদর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ জহুরুল হায়দার বাবু। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম সোহাগ, মোঃ আব্দুল মজিদ, মোঃ আল মামুন লিটন, প্রভাষক ওলিউর রহমান, সদস্য মোঃ আছানুর রহমান আছান, মোঃ হারুন অর রশিদ, যুবলীগ নেতা মোঃ মারুফ হোসেন, মোঃ হাসিম আলি, মোঃ সানাউল্লাহ, মোঃ হাসানুজ্জামান লিটন সহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.