এস কে সিরাজ, শ্যামনগর থেকে: শ্যামনগর সদরে বাজার মনিটরিং করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন। স্বাস্থ্যসম্মত পরিবেশে দোকানপাটে বেচাকেনা করা, সঠিক মাপ নির্ণয় করে মালামাল বিক্রয় করা এবং অতিরিক্ত মালপত্রের দাম না ধরা সহ অবৈধ স্থাপনা তৈরি করে দোকানপাট নির্মাণ না করার জন্য ব্যবসায়ীদেরকে প্রাথমিকভাবে নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি সদরের বাস স্ট্যান্ড সংলগ্ন দোকানপাটে, নকিপপুর বাজারে ও কাঁচা বাজার এবং মাছ বাজারের সকল ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জি এম সোলায়মান কবির, যুব বিষয়ক সম্পাদক জহরুল হক আপপু, উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির সহ সংবাদ কর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
শ্যামনগরে বাজার মনিটিং করলেন ইউএনও রনি খাতুন
পূর্ববর্তী পোস্ট