
নিজস্ব প্রতিবেদক, শ্যামনগর:
শ্যামনগরে বাক্স কল ও পাইপ অপসারণের দাবিতে মহিলাদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ ফেব্রæয়ারী) সকাল ১১টার সময় পৃথকভাবে শ্যামনগর উপজেলার রমজাননগরের সোরা গ্রামে বাক্স কল, ভেটখালী গ্রামের বাক্স কল, মিরগাং গ্রামের বাক্স কলগুলো অপসারণের দাবিতে মহিলারা মানববন্ধন করেন। তারা দাবি করেন, উপক‚লের বেড়িবাঁধ ছিদ্র বা বাঁধ কেটে অবৈধ ভাবে পাইপ ও বাক্স কল নির্মান করে পানি বিক্রি করে আসছে এলাকার এক শ্রেনীর প্রভাবশালীরা ।
অপরিকল্পিত ভাবে পাইপ ও বাক্স কল নির্মানের ফলে বেড়িবাঁধ কর্তন বা ছিদ্র করা কারনে নষ্ট হচ্ছে উপক‚ল অঞ্চল। আইলার শুরু থেকে পরপর অনেকগুলো প্রাকৃতিক দ‚র্যোগে দ‚র্বল বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে থাকে। ফলে দিনের পর দিন হারিয়ে যাচ্ছে মিষ্টি পানির আধাঁর। বাক্স কলের পানি বিক্রির টাকা উত্তোলনের এক তৃতীয়াংশ পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষের পকেটে যায়। বেতনের পাশাপাশি এটাও একটা আয়ের উৎস তাদের, এমন মন্তব্য করছেন ঐ সব মহিলা।
আদৌও উপক‚লের বেড়িবাঁধ কর্তন বা ছিদ্র করে অপরিকল্পিত ভাবে পাইপ ও বাক্স কল নির্মানের কতটা বৈধতা তা পানি উন্নয়ন বোর্ডে কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে বলেন, ২০০৯ সালের আইলার পর থেকে পাইপ ও বাক্স কল নির্মান সম্পন্ন অবৈধ। তবে পানি নিষ্কাশনের কথা বিবেচনা করে এতোদিন অপসারণ করা হয়নি।