শ্যামনগর প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগরে ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মো: আব্দুল আজিজ গাজী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার কৈখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী গ্রামের মৃত বাহার আলী গাজীর ছেলে। স্থানীয়রা জানান, আজিজ গাজী সোমবার দুপুরে কৈখালী এলাকায় নিজের ধান ক্ষেতে কাজ করছিলেন। বেলা দেড়টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এসময় হঠাৎ বজ্্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান কৃষক আব্দুল আজিজ গাজী। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।