সিরাজুল ইসলাম, শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে গুমানতলী ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ আব্দুল মহিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (১৩ অক্টোবর) সকালে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মাননীয় প্রধান মন্ত্রী দেশ নেত্রী শেখ হাসিনা কর্তৃক সারা দেশের ন্যয় ডিজিটাল পদ্ধতিতে গুমানতলী ফাজিল মাদ্রাসার বহুমুখী আশ্রয় কেন্দ্র উদ্বোধনকালে স্থানীয় উদ্বোধনী সভায় বক্তিতাকালে পিন্সিপাল আঃ মহিদ বলেন, ‘বর্তমান প্রধান মন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দেশ দূর্বার গতিতে এগিয়ে চলেছে এবং খালেদা জিয়ার মহতী উদ্যোগের কারনে আমরা একটি বহুতল ভবন পেয়েছি’। এ কথা বলার সাথে সাথে উপস্থিত জনতা পিন্সিপাল আঃ মহিদের উপর ক্ষেপে পড়লে অনুষ্ঠানের সভাপতি ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য একে ফজলুল হক বিতর্কিত প্রিন্সপালকে সভা স্থল থেকে তাকে সাময়িক বরখাস্ত করেন। পরে তার বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সভাপতি ঘোষণা দেন। এ সময় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দার বিতর্কিত প্রিন্সিপাল আঃ মহিদকে সভা স্থল ত্যাগ করতে নির্দেশ দেন। অনুষ্ঠানে উপস্থিত উৎসুক জনতা বিষয়টি স্বাগত জানান।
শ্যামনগরে বক্তব্যে শেখ হাসিনার স্থলে খালেদা জিয়া, প্রিন্সিপাল মহিদ বরখাস্ত
পূর্ববর্তী পোস্ট