
শ্যামনগর প্রতিবেদক: শ্যামনগরে ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরনে বসতঘরে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ৭ টার দিকে উপজেলার খাগড়াদানা গ্রামে রহিম গাজীর বসত বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। কালিগঞ্জ অগ্নিনির্বাপক অফিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার (এসও) বিল্লাল হোসেন মৃধার নেতৃত্বে অগ্নিনির্বাপক সদস্যরা ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে ঘরে রক্ষিত টিভি, ফ্রিজসহ অন্যান্য মালামাল পুড়ে প্রায় লক্ষ টাকার মালামাল ভষ্মীভ‚ত হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ঘর বন্ধ রেখে সবাই বাড়ির পাশে কাজে ব্যস্ত ছিলো। হঠাৎ ঘরে রক্ষিত ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরনে আগুন লাগে। এসময় প্রতিবেশিরা দ্রæত কালিগঞ্জ অগ্নিনির্বাপক অফিসে খবর দেয়। এঘটনায় প্রায় লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে বলে স্টেশন অফিসার বিল্লাল হোসেন জানান।