
প্রধান প্রতিবেদক: সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির শাখা কালিগঞ্জ জোনাল অফিসের পক্ষ থেকে এক ব্যবসায়ীকে আগস্ট মাসে দশ লক্ষাধিক টাকার ভূতুড়ে বিদ্যুৎ বিল করার অভিযোগ উঠেছে। শ্যামনগর সদরের এফ.এম সুপার মার্কেটের ডিজিটাল প্রেসের স্বত্ত্বাধিকারী মশিউর রহমানের নামে এ বিল দেওয়া হয়।
বিলে দেখা যায়, আগস্ট মাসে বিল এসেছে ১০৩৭৮৪৯ (দশ লক্ষ সাইত্রিশ হাজার আটশত উনপঞ্চাশ) টাকা। এর আগে জুলাই মাসে তার বিল হয়েছিল দুই হাজার ২০৫ টাকা।
এফ এম মার্কেটের সাকিব ডিজিটাল প্রেসের স্বত্তাধিকারী মশিউর রহমান জানান, এমন ভূতুড়ে বিল আমার ২২ বছরের ব্যবসায়ীক জীবনে দেখিনি। মিটার না দেখেই বিল লিখেছেন বলে আমার মনে হয়। গত মাসে বিল ঠিক আসলেও এ মাসে দশ লক্ষ টাকারও উপরে যা কাল্পনিক ছাড়া কিছু নয়।
তবে এ বিষয়ে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার সাহা বলেন, এ বিষয়ে কেউ এখনো অভিযোগ আসেনি। অনেক সময় ভুল বশত এমন হতে পারে। অভিযোগ জানালে বিষয়টি আমরা দেখবো।