
শ্যামনগরে বিদেশ নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে পশ্চিম কৈখালী গ্রামের নূর আলী ছেলে হযরত আলী এবং হাবিবুর রহমানের স্ত্রী রোকেয়া হাবিবের বিরুদ্ধে ৩০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। ভুক্তভোগীদ্বয়ের মধ্যে কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের আমানত আলীর মেয়ে মমতাজ বেগম বাদী হয়ে গত ২৭ জুলাই শ্যামনগর থানায় একটি লিখিত অভিযোগ দ্বায়ের করেন ৷
অভিযোগে সূত্রে জানাযায়, কালীগঞ্জ উপজেলার মুড়াগাছা গ্রামে আফসার আলীর ছেলে সাইফুদ্দীন, কৈখালী ইউনিয়নের গোলাম গাজীর ছেলে রুহুল আমিন, বক্স সরদারের ছেলে সাদ্দাম হোসেন, আবুল বাসারের ছেলে ইমরান হোসেন, নুরনগর ইউনিয়নের আতিয়ার রাহমনের ছেলে রফিকুল পাড় সহ কয়েকজনের কাছ থেকে কুয়েত নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকা হাতিয়ে নেয় পশ্চিম কৈখালী গ্রামের নূর আলী ছেলে হযরত আলী এবং হাবিবুর রহমানের স্ত্রী রোকেয়া হাবিব ৷
গত ২০২২ সালের প্রথম দিকে বিভিন্ন কিস্তিতে প্রতি মানুষের কাছ থেকে মুল পাসপোর্ট সহ নগদ ৫লাখ টাকা সব মিলিয়ে ২৫ থেকে ৩০ লাখ টাকা গ্রহন করেন হযরত ও রোকেয়া৷ কিন্তু সেই থেকে ভিসা তো দূরের কথা কয়েকজনের পাসপোর্টও আটকে রেখেছে৷ভুক্তভোগীরা স্থানীয় মোড়ল মাতুব্বার সহ সচেতন মহলে জানিয়েও এর কোন সুরাহ না পেয়ে থানা পুলিশের কাছে অভিযোগ করেছেন।
তবে এই বিষয়ে হযরত আলী ও রোকেয়ার সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তারা ফোন রিসিভ করেননি। বিধায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
শ্যামনগর থানার ওসি মোঃ হুমায়ুন কবীর মোল্লা বলেন, অভিযোগের উপর তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ৷