নিজস্ব প্রতিবেদক: শ্যামনগর উপজেলার কলবাড়ি নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়েদিনব্যাপী প্রধান শিক্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার এসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব-বাংলাদেশ) এর আয়োজনে এবং বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় বৃহস্পতিবার কুমিল্লার মুরাদনগর, যশোরের কেশবপুর ও শ্যামনগর উপজেলার ভাব প্রকল্পভূক্ত বিদ্যালয়ের মোট ২৪জন প্রধান শিক্ষক এই সেমিনারে অংশগ্রহণকরে। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ভাব-বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর খন্দকার আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- ভাব-বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এম. এ. আলিম খান, প্রোগ্রাম অফিসার আরিফুর রহমান, সাংবাদিক রনজিৎ বর্মন ও উপজেলা রিপোটার্স ক্লাবের সহ-সভাপতি আব্দুল আলিম প্রমূখ। সেমিনার শেষে প্রধান শিক্ষকরা সুন্দরবনের কলাগাছিয়া ভ্রমণ করেন। সেমিনারে বক্তব্য রাখেন- কুমিল্লার মুরাদনগর উপজেলার উড়িশ্বর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, কেশবপুরের এসএসজি বরণডালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপাঙ্কর দাস, শ্যামনগরের চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস, ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী নজরুল ইসলাম প্রমূখ।