জিয়াউর রহমান, শ্যামনগর: শ্যামনগর উপজেলা ভুরুলিয়া ইউনিয়নে সামাজিক নিরাপত্তা বেষ্টনী, নারী ও শিশুদের উন্নয়ন এবং বিভিন্ন পেশাজীবিদের জন্য সরকার কর্তৃক গৃহীত দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধিতে নানাবিধ প্রকল্পের মাধ্যমে শ্যামনগর উপজেলার প্রত্যক্ষ উপকারভোগী জনসাধারণের পক্ষ হতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) সকাল ১০ টায় ভুরুলিয়া ইউপি চেয়ারম্যানের উদ্যোগ ইউনিয়ন পরিষদ চত্বরে অত্র ইউনিয়নের সরকারি নানাবিধী প্রকল্পে সুবিধা বা উপকারভোগীদের নিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুর রউফ গাজী, গীতা পাঠ করেন শ্রী ভবতোষ মন্ডল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. আকতার হোসেন। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা কৃষি অফিসার মো. নাজমুল হুদা, শ্যামনগর থানার অফিস ইনচার্জ মো. আবুল কালাম আজাদ, শ্যামনগর উপজেলার সমাজসেবা কর্মকর্তা মো. আরিফুজ্জামান, শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম, শ্যামনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. শারিদ বিন শফিক, ভুরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একেএম জাঙ্গীরুল আলম লাভলু প্রমুখ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সকল উন্নয়নের কথা তুলে ধরেন এবং ইউনিয়নে সরকারের সুবিধাভোগী মানুষের উদ্দেশ্যে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আমরা সকলে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন উনাকে যেন সুস্থ রাখেন। জনগনের প্রত্যক্ষ ভোটে আবারো আমরা তাহাকে প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সকলেই নৌকায় ভোট দিবেন।
প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার তার বক্তব্যে বলেন, আমার নির্বাচনী এলাকা সাতক্ষীরা-৪ শ্যামনগর ও কালীগঞ্জ আংশিক আসনের এমপি হিসেবে আমি আমার দায়িত্ব যথারীতি ভাবে পালন করে যাচ্ছি। দেশ এখন এগিয়ে যাচ্ছে এদেশে উন্নয়ন হয়েছে। রাস্তা, ব্রীজ, কালভাট, সাইক্লোন শেল্টার, বিভিন্ন বড় বড় মেগা প্রকল্প, পদ্মা সেতু, কর্ণফুলী টার্নেল, ওভার ব্রিজ. মেট্রোরেল, এয়ারপোর্ট টার্মিনাল, জেলায় জেলায় মেডিকেল কলেজ, অসহায় হত দরিদ্রদের মধ্যে ১০টাকা কেজি চালের কার্ড, টিসিবি কার্ড, প্রতিবন্ধী কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ছাত্র-ছাত্রীদের স্কুল/কলেজের উপবৃত্তি সহ গৃহহীনদের সরকারি ঘর তিনি দিয়েছেন। উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ দেশকে এগিয়ে নিয়ে মধ্য মায়ের দেশে রূপান্তরিত করেছেন। আমি আমার নির্বাচনী এলাকা থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আদম আলী গাজী, ভুরুলিয়া ইউনিয়নে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যগন, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম, গণমাধ্যম কর্মী, ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে সরকারি ভুক্তভোগী ও অত্র ইউনিয়নের সর্বস্তরের মানুষ। সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেনের সমাপনী বক্তব্য শেষে মাওলানা আব্দুর রউফ আলী গাজীর দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে শেষ হয়। অনুষ্ঠান শেষে ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ একেএম জাফর আলম বাবুর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত সকলের নিকট তাবারক বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালন করেন, শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম।