
মোঃ জিয়াউর রহমান (শ্যামনগর) প্রতিবেদক :শ্যামনগরে করোনা আক্রান্ত ক্ষতিগ্রস্তদের ৩০ জনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ.ন.ম আবু জার গিফারী প্রত্যেকে সাড়ে ৩ হাজার টাকার চেক হস্তান্তর করেন। এ সময়ে শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন,ও শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ,সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার কান্তি মজুমদার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাফিনুল ইসলামসহ সরকারী কর্মকর্তা কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কমকর্তা আ. ন.ম আবুজার গিফারী বলেন, ওই ব্যক্তিরা ইতোমধ্যে করোনা ভাইরাস আক্রান্ত হতে মুক্তি লাভ করেছেন।