শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ৩৩ তম আন্তর্জাতিক এবং ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন উপলক্ষে শ্যামনগরে র্যালি, আলোচনা সভা ও মেলা উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা এর নেতৃত্বে সকল সরকারি, বে-সরকারি কর্মকর্তাগণের অংশগ্রহণে এক বর্ণাঢ়্য র্যালি উপজেলা চত্ত্বর থেকে শুরু করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে ‘প্রতিবন্ধিতা উত্তরন মেলার’ গেটে এসে শেষ হয়। র্যালিতে উপজেলা প্রতিবন্ধী সংস্থার সভাপতি শেখ মনিরুল ইসলাম (মন্টু) সহ-সভাপতি শেখ মোজাহার হোসেন, মুন্সিগঞ্জ ইউনিয়ন প্রতিবন্ধী সংস্থার সভাপতি জি,এম আজিজুর রহমানসহ বিভিন্ন প্রতিবন্ধী সংস্থার নেতৃবৃন্দ ব্যানারসহ র্যালিতে অংশগ্রহণ করে। র্যালি শেষে ফিতা কেটে “প্রতিবন্ধিনী উত্তরণ মেলা” উদ্বোধন করে মেলার মঞ্চে আলোচনা সভায় সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সামিউল আযম মনির, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জিয়াউর রহমান, এনজিও সমন্বয়কারী গাজী আল ইমরান, গাবুরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জি,এম মাসুদুল আলম প্রমুখ। আলোচনা পর্ব শেষে অতিথিগণ মেলায় অংশগ্রহণকারী প্রতিবন্ধী সংস্থাদের স্টল পরিদর্শন করেন।