শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর মুন্দিরহাঁটি প্রতিবন্ধি সংস্থার আয়োজনে সংস্থার পক্ষ থেকে স্থানীয় প্রতিবন্ধিদেরকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় উক্ত সংস্থার সভাপতি আল আমিন এর উঠোন চত্ত্বরে প্রতিবন্ধিদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপজেলা প্রতিবন্ধি কল্যাণ সমিতির সভাপতি মনিরুল ইসলাম (মন্টু), গোবিন্দপুর প্রতিবন্ধি সংস্থার সাধারন সম্পাদক ফরহাদ ও অর্থ সম্পাদক আব্দুর রহিম উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে স্থানীয় ৪০ জন প্রতিবন্ধি নারী পুরুষ ও প্রতিবন্ধি শিশুদের মাঝে কম্বল বিতরন করা হয়।