আব্রাহাম লিংকন: শ্যামনগরে প্রকাশ্য দিবালোকে সড়ক ও জনপদের জায়গার একটি ফলন্ত সফেদা গাছ কর্তন করার অভিযোগ পাওয়া গেছে। শ্যামনগর উপজেলার বংশিপুর ইউনিয়নের লস্কর পেট্রোল পাম্প সংলগ্ন নাজমুলের বালুর গাদার পাশে শনিবার বিকাল আনুমানিক ৫ টার দিকে মৃত আবুল হোসেনের মেয়ে জয়নব ও তার ভাই ফয়জুল্লাহ সড়ক ও জনপথের জায়গার উপর থেকে গাছটি কর্তন করেন। সরেজমিনে দেখা যায়, বছর দুয়েক আগে ৯১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম ও জয়নব সাফিয়া ১১ শতাংশ জমি ক্রয় করেন। জমিটি উভয়ে সমান ভাবে ভাগ করে আলাদা প্রাচীর নির্মাণ করে ভোগ দখল করেছিলেন। কিন্তু হঠাৎ করে জয়নব সাফিয়া এলাকার কিছু চিহ্নিত বখাটের সহযোগিতায় রাতের আধারে জাহিদুল মাষ্টারের প্রাচীর ভেঙে ফেলে এবং প্রাচীরের সামনে সড়ক ও জনপদের জায়গার উপর থেকে একটি ফলন্ত সফেদা গাছ কর্তন করে।
এ ব্যপারে সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা গৌর পদ মন্ডলের নিকট জানতে চাইলে তিনি বলেন, ‘গাছ কাটার খবর জানতে পেরে আমি ঘটনা স্থলে যেয়ে গাছ কর্তন অবস্থায় ফয়জুল্লাহ, জয়নব শাফিয়া ও আলিফ সহ আরো ৩/৪ জনকে দেখি এবং কর্তন কৃত গাছের ছবি নেই ও তাদেরকে মৌলিক ভাবে গাছ কাটতে নিষেধ করি। কিন্তু পরবর্তীতে রাতের আধারে তারা গাছটি কেটে ফেলে।’ এ ব্যপারে আমি অফিসকে অবহিত করেছি।এ বিষয়ে জানতে জয়নব শাফিয়ার মোবাইল ফোনে কল দেয়া হলে ফোন রিসিভ হয়নি।
শ্যামনগরে প্রকাশ্য দিবালোকে সড়কের গাছ কর্তনের আভিযোগ
পূর্ববর্তী পোস্ট