
নিজস্ব প্রতিবেদক: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের হরিনগর বাজারের কাঁকড়া ব্যবসায়ী রবিন সানার ৩ লাখ টাকা ছিনতাই হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারী) রাত ১০ টার দিকে হরিনগর কৃষ্ণ মন্দিরের পাশে এই ছিনতাইয়ের ঘটনা সংঘটিত হয়। ছিনতাইকারীরা নিজেদেরকে পুলিশ পরিচয় দেয়।
রবিন সানা জানান, প্রতিদিনের মত শনিবারও রাত ১০ টার দিকে তিনি ব্যবসার কাজ শেষে বাড়ি ফরছিলেন। এ সময় হরিনগর কৃষ্ণ মন্দিরের কাছে পৌছালে মুন্সিগঞ্জ থেকে আসা একটি মোটরসাইকেল তার পথরোধ করে এবং জানতে চায় হুমায়নকে চেনে কি না। রবিন হুমায়নকে চেনে না বললে মটরসাইকেলে আসা ব্যক্তিরা তার হাতে থাকা ব্যাগে কি আসে জানতে চায় এবং একপর্যায়ে টানা হ্যাচড়া করে ব্যাগটি ছিনতাই করে চলে যায়। রবিনের ডাক চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌছানোর পূর্বেই ছিনতাইকারীরা চলে যেতে সক্ষম হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।