
সিরাজুল ইসলাম, শ্যামনগর ব্যুরো; শ্যামনগরে পারিবারিক কলহের জেরে গোলায় ফাঁস দিয়ে নারী পুরুষ সহ ২ ব্যক্তি আত্নহত্যা করেছেন। রোববার রাতের বিভিন্ন সময়ে নিজ নিজ বাড়ীতে আত্নহত্যার ঘটনা ঘটে। আত্নহত্যাকারী দুই ব্যক্তি হলেন-বুড়িগোয়ালিনী ইউনিয়নের বুড়িগোয়ালিনী গ্রামে মৃত তকিন গাজীর ছেলে আমিন গাজী (৪৫) এবং গোবিন্দপুর গ্রামে বাবুল হোসেনের স্ত্রী ফাতেমা খাতুন(২০)। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা সত্যতা নিশ্চিত করে জানান, বউয়ের উপর অভিমান করে আমিন গাজী নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্নহত্যা করে। অপর দিকে স্বামীর উপর অভিমান করে ফাতেমা খাতুন নিজ ঘরের আড়ার সাথে রশি দিয়ে আত্নহত্যা করে। মৃত্যুর কারণ নিশ্চিত করতে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে সাতক্ষীরা মর্গে প্রেরণ করেছেন। উভয় ঘটনায় শ্যামনগর থানায় অপমৃত্যু(ইউডি) মামলা হয়েছে ওসি জানান।