জিয়াউর রহমান, শ্যামনগর থেকে:
শ্যামনগরে পুকুরের পানিডে ডুবে তাহেরাত (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৯মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার আবাদ চন্ডিপুর গ্রামে নানার বাড়িতে এ দূর্ঘটনা ঘটে। শিশুটি কালিগঞ্জ উপজেলার সাদপুর গ্রামে আব্দুস সালাম গাজীর পুত্র।
শিশুর মামা ফারুক হোসেন জানান, দুপুরের দিকে পুকুর ঘাটে খেলার সময় সবার অজান্তে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। একপর্যায়ে খোঁজা খুঁজি করে পুকুর হতে উদ্ধার করে শিশুটিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ ফারজানা মৃত ঘোষনা করেন।