শ্যামনগর ব্যুরো : শ্যামনগরে পুকুরে পানিতে ডুবে সালমান ফারসি (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার রাম গোবিন্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সালমান ওই গ্রামে কামরুজ্জামানের পুত্র। সালমানের চাচা আব্দুল হাই জানান, সন্ধ্যার পরে বাড়ির আঙিনায় খেলার সময় সবার অজান্তে অসাবধানতা বশত সে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। বহু খোজাখুজির এক পর্যায়ে পুকুর হতে মর দেহ উদ্ধার করা হয়। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা সত্যতা নিশ্চিত করেন।