জিয়াউর রহমান শ্যামনগর থেকেঃ সাতক্ষীরার শ্যামনগরে পাগলা কুকুরের কামড়ে নারী-পুরুষ সহ ১৩ ব্যক্তি গুরত্বর জখম হয়েছে। গত রোববার (১৭আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদরে হোটেল ঠিকানার সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী রেজাউল জানান, হোটেলের সামনে প্রতিবন্ধী লক্ষ্মী রানীকে কামড় দিয়ে গুরত্বর জখম করে। হোটেল কর্মচারী বেলাল হোসেন এগিয়ে গেলে তাকেও কামড় দেয়। এভাবে পর পর ১৩ ব্যক্তির উপর আক্রমণ করে পাগলা কুকুরটি। এসময় উপস্থিত জনগণ আতঙ্কিত হয়ে পড়ে। পরবর্তীতে দলবদ্ধভাবে পাগলা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে। আহত সবাইকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান বলেন, আহতদের এন্টির্যাভিস ভ্যাকসিন দেওয়া হয়েছে। আহতরা সবাই সুস্থ্য আছেন।