নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগরে আওয়ামীলীগ সভাপতি স্বপন বৈদ্য গ্রেপ্তার হলেও দখলদারে রয়েছে ধরাছোয়ার বাইরে। বর্তমানে স্বপন বৈদ্যর সাঙ্গপাঙ্গদে হমকিতে চরম নিরাপর্তাহীনতায় ভূগছে ভুক্তভুগি বিভাষ মন্ডলের পরিবারটি। বিভাষ মন্ডল জানান, গত বছর পনি উন্নয়ন বোর্ডের ওপেন টেন্ডারে, ১৩ লক্ষ ৭০ হাজার টাকা দিয়ে আটুলিয়া ইউনিয়নের এফ নাইন সুইচ গেট নেন। এরপর থেকে তিনি সেখানে ভোগ দখলে ছিলেন। এর কয়েক মাস পর থেকে বিভিন্ন সময়ে স্বপন বৈদ্য তার কাছ থেকে তিন লক্ষ ৭০ হাজার টাকা নিয়েছে। তবে টাকা চাইতে গেলে টাকা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছিলেন। চলতি বছরের ৫ আগষ্ট সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে গেলে স্বপন বৈদ্য তার সহযোগীদের নিয়ে সুইচ গেট দখল করে নেন। এরপর থেকে তিনি নানা যায়গায় অভিযোগ করলেও তার কোন প্রতিকার পাননি। তিনি আরো বলেন, গত ১৯ ফেব্রুয়ারি স্বপন বৈদ্য নাশকতা মামলায় গ্রেপ্তারের পর ভুত্তভেগীর পরিবারকে হুমকি দিচ্ছে। তার সহযোগী মধু সরকার, সন্তোস মন্ডল, বাবু মন্ডল, যগেশ মন্ডল, ওয়াজেদ বিশ্বাস, বুলবুল গাজী, রেজাউল কয়াল, জলিল, হাবিবুল্লাহ বাহার, আল-মাদানী সহ অনেকে। এর আগে কয়েক দফায় গেটে জোর পূর্বক জাল টেনে ৬-৭ থেকে লক্ষ লুটপাট করে নিয়েছে তারা। বর্তমানে তার তাকে প্রকাশ্যে হুমকি দিয়ছি। এসমন অবস্থায় তিনি জেলা পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু সালেহ জানান, স্বপন বৈদ্য জামায়াত নেতা সুপারিশ করছে। চলতি কমিটি থাকার পরও সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দিয়ে ভূয়া কমিটি পাশ করিয়ে নেয়। এ ঘটনর প্রতিকার চেয়ে ওই কমিটির বিরুদ্ধে স্থানীয়রা জনতা অভিযোগ করেছে। নতুন কমিটি সভাপতি ওয়াজেদ বিশ্বাস সে সাতক্ষীরা নাগরিক। এই কমিটিতে তার থাকার কোন বৈধতা নেই। পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী সালাউদ্দীন আহম্মদ জানান, নীতিমালা অনুযায়ী পূর্বের কমিটি ঠিক আছে। তবে নতুন কমিটিতে সাবেক এমপি গাজী নজরুল ইসলামের সুপারিশ আছে সেহেতু আমার কিছু করার নেই। আপনার তাদের কাছ থেকে সুপারিশ নিয়ে আসেন তারপর দেখা যাবে। শ্যামনগর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মোল্যা জানান, ইতিমধ্যে স্বপন বৈদ্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য সকলকে বলা হয়েছে। এরপরেও যদি কেউ হুমকি ধামকি দেয় তাহলে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।