
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার শ্যামনগরে অবৈধ বালি উত্তোলনে ড্রেজার মেশিন স্থাপন করেছে প্রকৃতি ধ্বংসকারী দূস্কৃতি মহল। সরজমিনে গিয়ে দেখা যায়, ত্রাণ ও দূর্যোগ মন্ত্রনালয়ের অধীনে ছোট ভেটখালি মজিদ কাগুজির বাড়ি থেকে আসাদুলের বাড়ি পর্যন্ত ২ কি.মি এইসবিবি রাস্তার কাজের জন্য রাস্তার পাশেই ঘের থেকে বালি উত্তোলনের জন্য ড্রেজার মেশিন বসানো হয়েছে।
সরকারিভাবে ঘোষিত বালু মহল ছাড়া অন্য কোনো জায়গা থেকে বালি উঠানো সম্পূর্ণ নিষেধ থাকলেও তা মানছেনা প্রৃকৃতি ধ্বংস কারী ব্যাকিরা। তথ্য সূত্রে জানা যায়, মেসার্স সোনালী এন্টারপ্রাইজ এবং মো. মইনুল হোসেন রাস্তাটির ঠিকাদারি প্রতিষ্ঠান, প্রশাসনের কোনো প্রকার অনুমতি ছাড়াই মৎস্য ঘের থেকে বালি তুলে ফষলি জমি হুমকির মুখে ফেলে দিচ্ছে ড্রেজার মেশিন মালিকরা। সরজমিনে গিয়ে ড্রেজার মালিকের সাথে কথা বললে তিনি তার নাম
বলতে চাননি, তবে কার কাছ থেকে অনুমতি নিয়ে বালি উত্তোলন করছেন জানতে চাইলে তিনি বলেন আমাদের কোনো অনুমতি লাগেনা। বালি উত্তোলনের কারনে উপকূলীয় এলাকা জুড়ে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এলাকাবাসীরা রক্ষায়
ড্রেজার মেশিন দ্রত বন্ধ করার দাবি জানান এবং ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহবান জানান। এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমিৎএ বিষয়ে আমি কিছু জানিনা , তবে অবৈধভাবে কেউ বালি উত্তোলন করলে তার
বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।