
মোঃ শাহীন আলম, কৈখালী প্রতিবেদক, শ্যামনগর: সোমবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে শ্যামনগর বাস র্টামিনাল প্রাঙ্গণে সকাল ১০টায়, গনচেতনা বাংলাদেশ এর আয়োজনে এবং স্বদেশ সাতক্ষীরার সার্বিক সহযোগিতায় এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার নারী এবং পুরুষ যোগদান করে। র্যালিটি শ্যামনগর বাস র্টামিনাল হতে শুরু করে শ্যামনগর উপজেলা চত্তর প্রদক্ষিণ করে পুনরায় আবার বাস র্টামিনাল এ এসে শেষ হয়। উক্ত বর্ণাঢ্য র্যালীটি পরিচালনা করেন গনচেতনা বাংলাদেশের নির্বাহী প্রধান শিবু প্রসাদ বৈদ্য এবং প্রধান অথিতি ও বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে স্থানীয় নারী নেত্রী এবং মুক্তিযোদ্ধা ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। অতিথীরা তাদের বক্ত্যবে তুলে ধরেন আন্তজাতিক নারী দিবসের ইতিহাস। তারা বলেন আজকে আর নারীরা পিছিয়ে নেই, তারা তাদের কর্ম দক্ষতায় আজ অনেক দুরে চলে গেছে। এখন নারীরা তাদের নিজেদের গন্ডী পেরিয়ে আজ দেশে ও দেশের বাহিরের মাটিতে মাথা উচু করে বেঁচে আছে। তারা জানে আজ কিভাবে নিজেদের অধিকার প্রতিষ্টা করতে হয়, কিভাবে নিজেদের রুখে দাঁড়াতে হয়। তারা আরও বলেন আজ মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা তিনি নারীদের সর্বদিক থেকে সুযোগ সম্মানী ও মর্যাদার সাথে সাথে কর্মক্ষেত্রে তাদের জন্য এক অভাবনীয় সাফল্য এনে দিয়েছেন, যেটি কল্পনা করা যায় না । তাই আজ এই নারী দিবসকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে নারীরা আর ও বেশি বেশি তাদের দক্ষতার সাথে এগিয়ে যাবে এটাই আশা করি। গনচেতনা বাংলাদেশের নির্বাহী প্রধান শিবু প্রসাদ বৈদ্য তার বক্তব্যে বলেন, নারীরা আজ সর্বদিক থেকে এগিয়ে আছে শুধু তাই নয় তারা সরকারী চাকুরী ছাড়াও বিভিন্ন চাকুরীর পরীক্ষায় অনেক বেশি বেশি সুযোগ পেয়ে থাকে এবং তাদের জন্য আলাদা কোটা বরাদ্ধ করা আছে। সুতারাং নারীরা আর ও এগিয়ে যাবে এই আশা বাদ ব্যাক্ত করে এবং এবারের প্রতিপাদ্য বিষয় ‘‘করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব’’ এই স্লোগানকে সামনে রেখে নারীরা এগিয়ে যাবে বলে আমারা মনে করি।