
জিয়াউর রহমান শ্যামনগর থেকে: শ্যামনগরে ভাঙন কবলিত নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুই ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। সোমবার (২৩মে) বেলা ৩টায় উপজেলার খোলপেটুয়া নদীতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শহীদুল্লাহ। এসময় খোলপেটুয়া নদীথেকে বালু উত্তোলন করায় মালামাল সহ দুই ব্যবসায়ীকে হাতে নাতে আটক করা হয়। আটক দুই ব্যবসায়ী হলেন- বড় কুপট গ্রামের মহিন উদ্দীন শেখের ছেলে আঃ রহিম শেখ ও বেলায়য়েত গাজীর ছেলে মজিদ গাজী।
শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শহীদুল্লাহ বলেন, ভাঙন কবলিত খোলপেটুয়া নদীথেকে ড্রেজার মেশিন দ্বারা অবৈধভাবে বালু উত্তোলন করায় দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এধরনের অভিযান অব্যহত থাকবে তিনি জানান।