আব্রাহাম লিংকন, শ্যামনগর: শ্যামনগরে ধর্ষণ মামলার আসামি আবিয়ার ও তার ভাই কর্তৃক বাঁদিকে মামলা তুলে নেওয়াসহ জীবন নাসের হুমকি দিচ্ছে। এ ঘটমায় বাদী জীবনের নিরাপত্তা চেয়ে শ্যামনগর থানায় জিডি করেছেন। জিডিতে বলা হয়েছে, গত ১৩ জুন বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আবিয়ার রহমানসহ ৩ জনের বিরুদ্ধে শ্যামনগর থানায় বিবাহের প্রলোভন দেখিয়ে, ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ, ধর্ষণের ভিডিও ধারণ, ভিডিও প্রদর্শন পনোগ্রাফি সরবরাহ ও অবৈধ গর্ভপাত ঘটানোর অপরাধে মামলা দায়ের করেন বাদী রাবিয়া খাতুন। (২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন, (সংশোধনী ২০০৪) ৯ (১) /৩০) ধারায়। উক্ত মামলায় ১ং আসামী আবিয়ার রহমান পুলিশ কর্তৃক আটক হয়ে জেলখানায় যায়। সম্প্রীতি মামলা থেকে জামিনে এসে গত ১৫ জুলাই সকাল ১০টায় দাতিনাখালি চেয়ারম্যান মোড়ে মামলার ১নং আসামি আবিয়ার রহমান ও তার বড় ভাই নজরুল ইসলাম (হবি) মামলার বাদী ও সাক্ষীদের মামলা তুলে নেওয়া সহ জীবন নাশের হুমকি দেয়। বিষয়টি তদন্ত-পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বাদী ও সাক্ষীগন।
শ্যামনগরে ধর্ষণ মামলার আসামি কর্তৃক বাদীকে জীবননাশের হুমকি
পূর্ববর্তী পোস্ট