
জিয়াউর রহমান শ্যামনগর প্রতিবেদক: দীর্ঘদিন পলাতক সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেফতার করেছে শ্যামনগর থানা পুলিশ। রোববার (৯মে) রাত ৩ টার দিকে নিজ নিজ বাড়ী থেকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খবির হোসেন ও উপ-পরিদর্শক (এএসআই) মনিরুজ্জামান তাদের গ্রেফতার করে।
আসামীরা হলো, আটুলিয়া গ্রামের মৃত দাউদ আলী মোড়লের ছেলে বেলাল হোসেন এবং পূর্ব বিড়ালক্ষী গ্রামের আব্দুল হামিদ শেখের ছেলে আলামিন শেখ।
শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক ৯/১৫নং মামলায় তিন মাস সাজাপ্রাপ্ত বেলাল হোসেন এবং জিআর ১১৪/১০ নং মামলায় ২ বছর ৬ মাস সাজাপ্রাপ্ত আসামী আলামিন শেখকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।