শ্যামনগর প্রতিনিধি: ব্রেকিং দ্যা সাইলেন্স প্রকল্পের উদ্যোগে ‘এসো সচেতন হই’ শির্ষক পথ নাটকের মাধ্যমে ৩ ও ৪ ডিডেসম্বর দুই দিন ব্যাপী প্রতিবন্ধীতা উত্তোরন মেলা সমাপ্তি হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে শ্যামনগর উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা সমাজসেবা কার্যালয় ও ডিআরআরএ কর্তৃক আয়োজিত ৩ ও ৪ ডিসেম্বর এই দুইদিন ব্যাপী প্রতিবন্ধীতা উত্তোরণ মেলায় ব্রেকিং দ্যা সাইলেন্স প্রকল্প থেকে ‘এসো সচেতন হই’ শির্ষক পথ নাটক পরিবেশন করা হয়। এ সময় মেলা প্রাজ্ঞনে প্রায় ২৫০ জন নারী পুরুষ ও বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগণ এ নাটক উপভোগ করেন। ব্রেকিং দ্যা সাইলেন্স এর সদস্যা ও উদিসি শিল্পগোষ্টির সদস্য মোঃ বারেক আলী গাজী (সাদা বারেক) গান পরিবেশন করেন। নাটক শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন মেলায় আসেন এবং মেলা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মঞ্চে বক্তব্য রাখেন। বক্তব্যের শেষ পর্বে মেলা সমাপ্তি ঘোষনা করেন।