নিজস্ব প্রতিবেদক, শ্যামনগর: শ্যামনগরে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে ষষ্ঠ দিনের লকডাউন। মানা হচ্ছেনা তেমন কোন সামাজিক দূরত্ব। সোমবার (১৯ এপ্রিল) সকাল থেকে প্রধান প্রধান সড়ক গুলোতে ইজিবাইক, ভ্যান, রিকশা. প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্নযানে দূরত্ব না মেনে লোকজন চলাচল করতে দেখা গেছে। লকডাউনের প্রথম ও দ্বিতীয় দিন শহরের অধিকাংশ সড়ক ফাঁকা থাকলেও তারপর থেকে সম্পূর্ণ উল্টো চিত্র দেখা গেছে। শহরব্যাপী জনসমাগম বেড়ে গেছে। একই সাথে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি। সামাজিক দূরত্ব না মেনে লোকজন চলাচল করছেন। আবার অনেকের মুখে নেই কোন মাস্ক। শহরের প্রানকেন্দ্রগুলিতে জরুরী ঔষধ দোকানে নেই কনো সামাজিক দূরত্ব কাঁচাবাজারে গিয়ে দেখাযায় বিকাল ৫ টার সময় ও বেচাকেনা চলছে নেই কনো সামাজিক দূরত্ব ও অন্যান্য দোকানপাট বন্ধ রয়েছে। এদিকে ভ্যান চালক দের সাথে কথা বলে যানা যায় তারা বলে আমাদের দিন আনা দিন খাই আমরা যদি বাড়ি বসে থাকি আমাদের পরিবার মুখে খাবার দিবে কে,আমাদের মধ্য কনো করোনা নেই বড় করোনা আমাদের পরিবার।