
মোঃ আমজাদ হোসেন মিঠু শ্যামনগরঃ এক বছরের শিশু আবু নাসেরকে ছয় মাস আগে ভারতের হার্ট বিশেষজ্ঞ দেবি শেঠির কাছে ওপেন হার্ট সার্জারি করিয়েছেন কালীগঞ্জ উপজেলার কদমতলা দুলাবালা গ্রামের হারুন-উর-রশীদ ও ফাতিমা খাতুন দম্পতি।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল থেকে তার প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হলে সকাল ১০টার দিকে অসহায় বাবা-মা তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে গিয়ে শিশুটির শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএ অজয় সাহা শিশু বিশেষজ্ঞ হওয়ায় তাকে আবু নাসেরকে একটু দেখার অনুরোধ করেন।
কিন্তু অজয় সাহা তাদের অনুরোধে নূন্যতম সাড়া না দিয়ে বেলা আড়াইটার পরে তার ব্যক্তিগত চেম্বারে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। অজয় সাহার কক্ষ থেকে বের হয়ে প্রচণ্ড শ্বাসকষ্টে থাকা শিশু আবু নাসেরকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়েন তার পিতা ও মাতা।নিরুপায় হয়ে হতভাগ্য পিতামাতা শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সহযোগিতা চান।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অজয় সাহার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি প্রশাসনিক কাজকর্ম দেখি। কোন রোগী দেখতে হলে টিকিট সংগ্রহের পর দায়িত্বরত চিকিৎসক দেখবেন। পরবর্তীতে তার পরামর্শে আমি দেখতে পারি। তাছাড়া শিশুটিকে নিয়ে তার স্বজনদের বেলা আড়াইটার পরে আমার ব্যক্তিগত চেম্বারে আসতে বলেছি।
এ বিষয়ে সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহিন বলেন, রোগীকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা সেবা না দিয়ে ব্যক্তিগত চেম্বারে আসতে বলা উচিত হয়নি। এ বিষয়ে অবশ্যই খোঁজখবর নেব।
প্রসঙ্গত, সম্প্রতি এক শিশুকে হাসপাতালে ভর্তির পর শিশু বিশেষজ্ঞ অজয় কুমার সাহাকে দেখাতে ব্যর্থ হয়ে তৎক্ষণাৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র নিয়ে পাশ্ববর্তী রিডা প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।