বিশেষ প্রতিবেদক, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে জেলা পরিষদের ৯ নং ওয়ার্ড সদস্য পদে ও নূরনগরের ইউপি সদস্য পদে উপ-নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল ইসলাম জানান, ২০ অক্টোবর (মঙ্গলবার) শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে জেলা পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য পদে নির্বাচনে মাকছুদুর রহমান মুকুল (টিউবওয়েল প্রতিকে) সর্বোচ্চ ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মল্লিক ফজলুল হক (হাতি প্রতিক) ২২ ভোট পেয়েছে। শ্যামনগর সদর, ভুরুলিয়া, নূরনগর, কৈখালী ও রমজাননগর ৫টি ইউনিয়নের ৬৫ জন জনপ্রতিনিধি উপজেলা পরিষদ হল রুমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। জেলা পরিষদের সদস্য গোলাম মোস্তফা মুকুলের মৃত্যুতে এই পদটি শুন্য হওয়ায় উপ-নির্বাচন শান্তিপূর্ন ভাবে সম্পন্ন হয়েছে।
অপর দিকে নূরনগর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড সদস্য পদে নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। দাসকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নূরনগর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড সদস্য পদে নির্বাচনে মোঃ আলমগীর হোসেন (টিউবওয়েল প্রতিকে) সর্বোচ্চ ৬৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম একমাত্র প্রতিদ্ব›দ্বী মোঃ নজরুল ইসলাম (ফুটবল প্রতিক) ৫২৭ ভোট পান। বিজয়ী আলমগীর হোসেনের পিতা আবুবক্কার সিদ্দীকের মৃত্যুতে পদটি শুন্য হওয়ায় উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে।