প্রেস বিজ্ঞপ্তি: মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এবং এ্যাম্বাসি অব সুইডেনের সহযোগিতায় কমিউনিটি-ভিত্তিক জলবায়ু সহনশীল, নারীর ক্ষমতায়ন (ক্রিয়া) প্রকল্পের আওতায় সাতক্ষীরার শ্যামনগরে জেন্ডার সমতা ও জলবায়ু জোট গঠন করা হয়েছে।
শ্যামনগর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে লিডার্স-এর নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব রণজিৎ কুমার বর্মনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন ক্রিয়া প্রকল্প কর্মকর্তা সুলতা সাহা। ক্রিয়া প্রকল্প সমন্বয়কারী মো. আরিফুর রহমান সভায় স্বাগত বক্তব্য রাখেন।
সভায় সকলের সম্মতিক্রমে স্থানীয় উন্নয়ন সংস্থা সিডিওকে সভাপতি, জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থাকে সহ-সভাপতি, লিডার্সকে সদস্য সচিব ও নকশিকাঁথাকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।
সভায় আরও বক্তব্য রাখেন শ্যামনগর আতরজান মহিলা কলেজের সহকারী অধ্যাপক জনাব মানবেন্দ্র দেবনাথ , নকশিকাঁথার নির্বাহী পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী; শ্যামনগরের এনজিও সমন্বয়কারী ও সিডিও-এর নির্বাহী পরিচালক জনাব আল ইমরান, জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অষ্টমী মালো; মরমি মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক প্রতিমা রানী মিস্ত্রী। উপস্থিত অন্যান্য সংগঠনের প্রতিনিধিরাও তাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
উল্লেখ্য, এই জোটের লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জেন্ডার রুপান্তরিত জলবায়ু কার্যক্রম গ্রহণ এবং তৃণমূল পর্যায়ে নারীনেত্রীদের অংশগ্রহণ বৃদ্ধি ও ক্ষমতায়নের অগ্রগতি ও সুরক্ষা নিশ্চিত করা।
সভায় অংশগ্রহণকারীগণ উক্ত জোটের মধ্য দিয়ে শ্যামনগরে নারীর ক্ষমতায়নে ও সুরক্ষা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ও কার্যকরী ভূমিকা পালন করবে।
শ্যামনগরে জেন্ডার সমতা ও জলবায়ু জোট গঠন
পূর্ববর্তী পোস্ট